ফায়ার সার্ভিসের যত রকম শর্ত রয়েছে, সব রকম শর্ত পূরণ করে অত্যাধুনিক ডিপোতে পরিণত হয়েছে। এভাবে মানসস্মত দেশের প্রতিটি কন্টেইনার ডিপো তৈরী করলে যে কোন সময় অগ্নিকান্ড অথবা যে কোন রকম বড় ঝুকি থেকে রক্ষা পাবে। আমি যতটুকু জানি চট্টগ্রামে ২৩টি কন্টেইনার ডিপো রয়েছে। তার মধ্যে একটি বন্ধ রয়েছে এবং ২২টি ডিপো চলমান রয়েছে। তারই মধ্যে বি.এম কন্টেইনার ডিপো ফায়ার সার্ভিসের শতভাগ শর্ত পূরণ করেছে। ইতিমধ্যে ২৬৮ জনের ফায়ার সার্ভিসের একটি টিম গঠন করা হয়েছে। আমি ঐ টিমসহ চট্টগ্রামের সকল কন্টেনার ডিপো নিয়ে একটি সেমিনার করবো। সেমিনার শেষে ডিপোর দায়িত্বরত কর্মকর্তা দের নিয়ে বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করাবো। যেন তারা বিএম কন্টেনার ডিপো ফায়ার সার্ভিসের সকল শর্ত পূরণ করে। বৃহবৃ স্পতিবার বিকালে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর কেশবপুর এলাকায় বিএম কন্টেনার ডিপো পরিদর্শন শেষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃমাইন উদ্দিন বিএসপি(বার), এনডিসি, পিএসসি, জি.এম উপরোক্ত কথাগুলো বলেন।
আমি ঢাকা গুলশা ন এলাকায় একটি ডেনজার জোন খ্যাত জায়গা পরিদর্শন করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একই জায়গায় গ্যাস লাইন, বিদ্যু তের লাইন ও পানির লাইনসহ আরো ভিন্ন ভিন্ন লাইন আমরা দেখে অবাক। ঝুকি মোকাবেলা করতে কখনো এসব কাজ করা যাবে না, কারণ দুর্ঘটনা সব সময় ঘটে না। যে কোন কাজ করতে হবে ভবিষ্যত চিন্তা করে।” এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান, স্মার্ট গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর স্মার্ট গ্রুপ ক্যাপ্টেন মাইনুল হাসান, ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর মোঃ আবদুল হালিম,এসিস্টেন্ট ডিরেক্টর মোঃ হামিদ, ডেপুটি এসিঃ ডিরেক্টর মোঃ কামরুজ্জামান, সিঃ ষ্টেশন অফিসার মোঃ কুতুব উদ্দিন, জিএম মার্কেটিং র্ এন্ড সেলস্ বিএম কন্টেইনার ডিপো মোঃ নাজমুল আকতার, এজিএম প্রোডাকশন নুরুল আকতার ,মা নব সম্পদ ও কমপ্লায়েন্স ব্যবস্থাপক স্মার্ট গ্রুপ মোঃ শাকিব, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ ওমর ফারুক ভুইয়া, ও মোঃ রবিউল হোসেনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ।